ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

‘সুড়ঙ্গ’ মুক্তির আগে আর কোনো কাজ করব না: তমা মির্জা

বিনোদন ডেস্ক
জুন ৭, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শুটিং, এডিটিং, ডাবিং শেষ হয়েছে দিন কয়েক হলো। ভারতে চলছে কালার গ্রেডিংয়ের কাজ। এটাও শেষ হবে ২০ জুনের মধ্যে। তবে তার আগে আগামী সপ্তাহেই সেন্সরের জন্য জমা দেওয়া হবে কুরবানির ঈদের বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এমনটাই জানিয়েছেন এর নির্মাতা রায়হান রাফি।

সিনেমাটি নিয়ে কতটা আশাবাদী, জানতে চাইলে তিনি বলেন, “একটা কথা বলতে চাই, ‘পরান’ বানিয়ে আমি যে ভালোবাসা পেয়েছি দর্শকের, তারই প্রতিদান হিসাবে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। এখন থেকেই প্রচুর সাড়া পাচ্ছি। ছবিটা ভারতেও মুক্তি দেওয়া যায় কিনা, সেটাও ভাবছি।’’

এদিকে সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে সিনেমার নায়ক আফরান নিশোকে দেখা গেছে কখনো ইলেকট্রিশিয়ান, কখনো জেলখানার কয়েদি, কখনো আবার প্রেমিকরূপে দেখা দিয়েছেন। তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। টিজারে যে মিউজিক ট্র্যাক ব্যবহার করা হয়েছে সেটাকে নকল বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা।

তিনি জানিয়েছেন, এ ট্র্যাকটি তার সিনেমার প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে।

এদিকে সিনেমাটি মুক্তির আগে অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছেন এর নায়িকা চিত্রনায়িকা তর্মা মির্জা।

তিনি বলেন, ‘ঈদের জন্যই আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। এখন যদি অন্য কাজ শুরু করি তাহলে সুড়ঙ্গের প্রচারণা বিঘ্নিত হবে। তাই ঈদের আগে আপাতত সিনেমাটির প্রচারণা ছাড়া অন্য কোনো কাজ করব না।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।