ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক মারধরের বিচার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিক মারধরের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছে বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। আজ রবিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাকৃবিসাসের সদস্যরা। এসময় মারধরের ঘটনায় আগামী সাত (০৭) দিনের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধিকে মারধর ও অপদস্তের ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এর আগেও বিভিন্ন সময়ে হওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি হলেও কোন বিচার হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিচারহীনতার সংস্কৃতির জন্যই এরকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।মানববন্ধনে তাঁরা আরও বলেন, দোষীদের আগামী সাত (০৭) দিনের মধ্যে বিশ^বিদ্যালয় প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এপর্যন্ত বিভিন্ন সময়ে বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। দাবি পূরণ না হলে সাংগঠনিকভাবে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ের সজিব হোটেলে খাবার খেতে গেলে কৃষি অনুষদীয় ছাত্রলীগের সভাপতি শাহীনুর রেজা এবং পশুপালন অনুষদীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবের অতর্কিত হামলার শিকার হন বাকৃবিসাসের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি আশিকুর রহমান। ঘটনার বিচার চেয়ে ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার সিসিটিভি ফুটেজ থাকা সত্তে¡ও তদন্ত কমিটি গঠন বা বিচার সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসনকে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।