ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক আজিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন আজিজুল ইসলাম। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আজ রোববার তাকে এ পদে পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে মো. আজিজুল ইসলামকে এ পদায়ন করা হয়। 

এদিকে কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে বদলি করা হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আজ রোববার তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

উল্লেখ্য, সাঈদ মাহমুদ বেলাল হায়দারের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে ইনস্টিটিউটে চরম অস্থিরতা শুরু হয়। শুধু তাই নয়, এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে বরখাস্ত করেন মহাপরিচালক বেলাল হায়দার। পরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঘিরে তদন্ত শুরু করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেন ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সাঈদ মাহমুদ বেলাল হায়দারের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের পাওয়ার কথা উল্লেখ করেন।

সংবাদ লাইভ/সারাদেশ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।