বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিতরণ এবং প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এবং প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট থেকে মোট ৪ জন (তিনজন রোভার ও একজন গার্ল ইন রোভার)।
এ্যাওয়ার্ড প্রাপ্ত বাকৃবি রোভার স্কাউট গ্রুপ এর চারজন হলেন: সিনিয়র রোভারমেট -গার্ল ইন রোভার মাহফুজা আক্তার মিষ্টি, সিনিয়র রোভারমেট ইবনুল ফাইয়াজ, সিনিয়র রোভারমেট মোঃ মিলন হোসেন এবং সিনিয়র রোভারমেট জিসান মোস্তাসিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের চেয়্যারমান, জাতীয় কমিশনারবৃন্দ, জাতীয় উপ কমিশনারবৃন্দ, প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণ, বিভিন্ন অঞ্চল এবং জেলার স্কাউট নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দসহ স্কাউট এবং রোভার স্কাউটরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২১৩ জন স্কাউট ও ২৮ জন রোভার স্কাউট কে (মোট ২৪১ জন) এ সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি


