রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আসিফ করিম হিমু গত মাসের ২৬ জুন গাজীপুরের হোতা পাড়ায় বিকেবাড়ি বাজারের স্থানীয় সন্ত্রাসী হামলায় শিকার হয়ে ৩০ জুন মৃত্যুবরণ করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা কাটাকাটির জের ধরে গত ২৬ জুন তার কর্মরত অফিস রেনেসা অ্যাপারেলসে যাওয়ার সময় বিকেলে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা তাকে বাঁশ ও রড দিয়ে অমানবিকভাবে পেটানোর সময় পেছন থেকে আঘাতে মাথার খুলি ভেঙ্গে মাথায় ব্রেন হেমারেজ হয়। পরে তাকে রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মাথায় অপারেশন শেষে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রিন মেডিকেলের আইসিইউতে রাখা হয়। প্রায় পাঁচ দিন যাবৎ চিকিৎসা চললেও ব্রেনে ব্লাড লিকেজ বন্ধ করা যায় নি। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


