ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সংগঠনকে গতিশীল করতে মতবিনিময় সভা করলো নোবিপ্রবি ছাত্রলীগ

নোবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা। মঙ্গলবার(১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। দায়িত্ব পাওয়ার একমাসের মাথায় এমন আয়োজন করল শাখা ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর পরিচালনায় ও সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীর্ঘ ৫ ঘণ্টার এই মতবিনিময় সভায় শাখা ছাত্রলীগকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন নেতাকর্মীরা। এ ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার ভোট বাড়ানোর লক্ষ্যে কর্মসূচি গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, আমরা অংশীদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করি। সাধারণ শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সামনে জাতীয় নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় বিজয় নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে থাকবে নোবিপ্রবি ছাত্রলীগ। নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে আমরা মতবিনিময় সভার আয়োজন করেছি।

সভাপতি নাঈম রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচন আর তাই নোবিপ্রবি ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছি আমরা। আমাদের সংগঠনের নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। একটি সুন্দর সুশৃঙ্খল ও শক্তিশালী ছাত্রলীগের ইউনিট উপহার দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় বিজয় নিশ্চিত করতে চাই।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।