শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) ভাষা চর্চার সংগঠন ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি পদে সুমাইয়া শওকত বিভা ও মো. ছওবান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এএসভিএম সেমিনার গ্যালারিতে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন চীফ মডারেটর ড. মো. সেকেন্দার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, মডারেটর এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সহযোগী অধ্যাপক শাহ জহির রায়হান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন অর রশীদ। সভাপতিত্ব করেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের চীফ মডারেটর ড. মো. সেকেন্দার আলী। এসময় সংগঠনের নবীন সদস্য, বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে কেএম জাকারিয়া শুভ, ইসরাত কবির জেসি, মো. কাইয়ুম কাফি, কামরুল ইসলাম সজল, আফজাল শরিফ শুভ ও তরিকুল ইসলাম সৈকত, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম, মাহফুজুর আলম শোভন, ফাহমিদা বৃষ্টি ও মো. আসিফ ইকবাল, কোষাধ্যক্ষ পদে মো. ইমতিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেসবাউল আলম খান, মিসৌরি সাহা, রেনেসা জেরিন, রাকিব আহাম্মেদ, তাসফিয়া ইসলাম প্রত্যাশা, প্রত্যয় বসাক প্রণয়, ইনান নুর রহমান, ফারজানা রহমান তিশা ও সুমাইয়া আজাদ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি আশিক আল মাহবুব। ক্লাবের বিগত কার্যক্রম তুলে ধরেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহ মাযহারুল ইসলাম রিপন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অলোক কুমার পাল বলেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। এসব কার্যক্রম প্রশংসনীয়। আশা করি আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাবের সুনাম অক্ষুণ্ণ থাকবে।
তিনি আরও বলেন, আমরা মাদক নির্মূলে কাজ করছি। সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের এটাই বড় সমস্যা। ডেঙ্গু মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।


