ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন কাল, শীর্ষপদে এগিয়ে অছাত্র- বিতর্কিতরা

শেকৃবি প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

অর্ধযুগ পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামীকাল (১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে শীর্ষ পদ পেতে চলছে পদ প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ। শীর্ষ পদে আসতে কেন্দ্রীয় ও প্রভাবশালী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা। আলোচনায় রয়েছে অছাত্র ও বিতর্কিতরা।

ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, পদ প্রত্যাশীদের আলোচনায় শীর্ষে রয়েছে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র নাথ টুটন, মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, শামীম আল মামুন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপসম্পাদক মাহমুদ বিন সাজিদ খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জামিউল আলম পরশ, সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক শেখ শাহা আলী, নবাব সিরাজ-উল-দৌলা হলের সহ-সভাপতি আসাদুজ্জামান সুজন। এদের মধ্যে টুটন, সাজিদ, পরশ, সুজন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী এবং সাইফুল্লাহ, হাবিব, শামীম কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী। জানা যায়, পদ পেতে টুটন কৃষক লীগের এক শীর্ষ নেতার মাধ্যমে জোর তদবির চালিয়ে যাচ্ছে।

সূত্র জানায়, ২০১৩ সালে ভর্তি হওয়া রুদ্র নাথ টুটনের ছাত্রত্ব শেষ হয়েছে ২০২০ সালে। কীটতত্ত্ব বিভাগে মাস্টার্স এ ভর্তি হয়ে ফেল করে সে ছিটকে পড়ে। পরবর্তীতে নিয়ম ভেঙে এগ্রোফরেস্ট্রি (কৃষি বনায়ন) বিভাগে ভর্তি হওয়ার চেষ্টা করলে তার ভর্তি বাতিল করা হয়। এছাড়া তার বিরুদ্ধে শাখা ছাত্রলীগের এক নেতাকে হামলার অভিযোগে ২০২০ সালে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এদিকে তার বয়সসীমা নিয়েও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, তার বয়স ২৯ বছর ১০ মাস। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের বেশি বয়স হলে কেউ ছাত্রলীগ করতে পারবে না।

রুদ্রনাথ টুটনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাইকে আছেন বলে কল কেটে দিন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বয়সসীমা বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, বিশেষ ক্ষেত্রে কেউ যদি খুব যোগ্য হয়, সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা থাকলে, ছাত্রত্ব থাকাসহ অন্যান্য ক্রাইটেরিয়া পূরণ করলে বয়স বিবেচনা করা হয়। তবে অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে।

পদ প্রত্যাশী হাবিবুর রহমানের ছাত্রত্ব নিয়েও অভিযোগ উঠেছে। নিজের ছাত্রত্ব ধরে রাখতে দ্বিতীয়বারে মাস্টার্সে ভর্তি হয়েছে কৃষি সম্প্রসারণ ও তথ্য বিভাগে। যা নিয়ম অনুযায়ী বৈধ নয়। এদিকে সাজিদ গত বছর নকল করে ধরা পরায় ২ টি পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুর ৩ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসিতে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. হাসিনা খান। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন শেকৃবি উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া। উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সম্মেলনের প্রস্তুতি নিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। আমরা প্রস্তুত আছি। নতুন নেতৃত্ব নিয়ে তিনি বলেন, যারা পরিশ্রম করেছে, সবসময় রাজপথে ছিল, যাদের ছাত্রত্ব আছে, তারাই আসুক এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ নভেম্বর এম এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। গত বছরের ২৯ জুন সম্মেলনের তারিখে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত হয়নি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।