ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি)। গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। আমিনুল হক শামীম কক্সবাজারের বিলাসবহুল হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিবের দায়িত্বও পালন করছেন।
দীর্ঘদিন ধরেই আমিনুল হক ত্রিশালের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলাজুড়ে সভা-সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন। সাধারণ মানুষের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সচিত্র তালিকা সম্বলিত লিফলেট ও প্রচারপত্র বিতরণ করে নৌকার পক্ষে জনমত তৈরিতে কাজ করেছেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক শামীম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথই আমার রাজনীতির মূল ভিত্তি। রাজনীতির মাধ্যমে ত্রিশালবাসীর ভাগ্যেন্নয়ন এবং এ উপজেলাকে শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানাতে কাজ করতে চাই। অত্যাধুনিক ত্রিশাল গড়ার লক্ষ্যেও আমি কাজ করব। বঙ্গবন্ধু কন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তাহলে নৌকার ঘাঁটি হিসেবে খ্যাত ত্রিশাল আসনটি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দেওয়ার পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিশালকে দেশের মধ্যে অনন্য উচ্চতায় আসীন করতে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


