ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে ইবি ছাত্রদলের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, একাডেমিক সেবায় ভোগান্তি নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ কাছে এ স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে দলটির দাবি সমূহ, ‌এক. অতিদ্রুত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে। দুই. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীদের হেনস্থা বন্ধ‌ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি জটিলতা বা ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও বলা হয়, অতিদ্রুত এই দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রদল শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ বলেন, আমি ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। এতে উত্থাপিত দাবিগুলো খুবই যৌক্তিক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।