ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শহীদ সাব্বিরের কবর জিয়ারত করল ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে শহীদ সাব্বির আহমেদের কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা।

বুধবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ সাব্বিরের কবর জিয়ারতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “আমরা শহীদ সাব্বিরের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছি। আগামীতেও আমরা এই পরিবারের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দিয়েছি।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।