মেহেদী সৌরভ, ঢাকা: সারা দেশের মতো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে ঈদ-উল-আজহার ছুটির আমেজ। সড়কে নেই কোনো যানবাহনের চাপ। ফাঁকা রাস্তায় কখনো কখনো দেখা মিলছে হাটগামী পশুর ট্রাক, আর হাতেগোনা কিছু যানবাহন।
বুধবার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে গাড়ি ছিল একদমই কম। গণপরিবহন গুলোর পাশাপাশি ব্যক্তিগত গাড়িও খুব একটা বের হয়নি। ধানমন্ডি, বনশ্রী, বিমানবন্দর, মিরপুর, ফার্মগেট, আসাদগেট এলাকায় সড়কগুলো মোটামুটি ফাঁকাই দেখা গিয়েছে। সকাল থেকে রাজধানীতে ঝেঁকে বসেছে বৃষ্টি এর জন্য লোকজনের আনাগোনাও অনেকটা কম। গত মঙ্গলবার (২৭ জুন) থেকে সরকারি অফিসগুলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয়েছে ঈদ-উল-আজহার ছুটি।
এদিকে ঈদ-উল-আজহার প্রস্তুতির শেষ দিকে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর কোরবানির হাটগুলো। সাধারণত ঈদের আগের দিন বেশির ভাগ পশু বিক্রি হয়। সেই উদ্দেশ্য সামনে রেখে ব্যবসায়ীরাও বেশ তৎপর।
আজ বুধবার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন সড়কে পশুবাহী ট্রাকগুলো দেখা গিয়েছে। এর মধ্যে কিছু ট্রাক পশু নিয়ে হাটে যাচ্ছে, আবার কিছু ট্রাক কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরছে।
সংবাদ লাইভ/ মেহেদী


