ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বনানীতে ট্রাক-কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক মো. শাহজাহান (৩৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার আনুমানিক ভোর রাত সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ নিহতের লোকজনের বরাত দিয়ে বলেন, শাহজাহান গাজীপুরের টঙ্গী থেকে রড বোঝাই করে হাজারীবাগ যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ সড়কের বনানী থানাধীন মাছরাঙা টিভি ভবনের সামনের রাস্তায় একটি কার্ভাডভ্যানের পেছনের দিকে লেগে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে কাভার্ডভ্যানের কাউকে পাওয়া যায়নি, পালিয়েছে। আমরা ট্রাক ও কাভার্ডভ্যান দুটি জব্দ করেছি।

তিনি আরো বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।