বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ণ : একটি নন্দনতাত্ত্বিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনার। আজ রবিবার (১৭ ডিসেম্বর ২০২৩) সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ওয়াহিদা সুলতানা (আশা)। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মো: জসীম উদ্দিন।
রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ণ : একটি নন্দনতাত্ত্বিক পর্যালোচনা- শীর্ষক গবেষণাপত্রের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যপক ড. বিশ্বজিৎ ঘোষ; চলচ্চিত্র পরিচালক জনাব মসিহ্উদ্দিন শাকের; গবেষক ও অভিনেত্রী ড. আইরিন পারভীন লোপা এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনারে গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জনাব মোরশেদুল ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব ফারহানা রহমান।সেমিনার অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক ও গবেষকগণ। এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ লাইভ/ঢাকা


