ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রফতানি পণ্যের তালিকা থেকে বাদ কাঁচা পাট

সংবাদ লাইভ
নভেম্বর ৩০, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রফতানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাটকে বাদ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করেছে।

এর আগে, ২১ নভেম্বর কাঁচা পাটকে রফতানি পণ্য তালিকা থেকে বাদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী কাঁচা পাট শর্ত সাপেক্ষে রফতানি পণ্যের তালিকাভুক্ত ছিল। গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশ থেকে কাঁচা পাট রফতানি করা যেতো।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ২১ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৪ কোটি ডলারের কাঁচা পাট রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ২ কোটি ৪ লাখ ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে।

বাংলাদেশ থেকে প্রধানত ভারতে কাঁচা পাট রফতানি হয়। এর বাইরে পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এ পণ্য রফতানি হয়ে থাকে।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।