আগামী ৩০ জুন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। চলতি মৌসুম শেষেই নাকি ফরাসিদের ডেরা ছাড়ছেন তিনি, এমন গুঞ্জন চলছে। তবে বিষয়টি নিয়ে পিএসজি কিংবা মেসি কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি।
এদিকে অনুমতি না নিয়ে সৌদি সফর করে পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন মৌসুমে নাকি চুক্তি হচ্ছে না পিএসজি-মেসির। এতে দুই পক্ষের সম্পর্ক এখন সুতোই টিকে আছে।
সোমবার দুপুরে মেসির নতুন ঠিকানা নিয়ে তো রীতিমতো বোমাই ফাটিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তারা দাবি করে, ‘মেসি নাকি আগামী মৌসুমেই সৌদি ক্লাবে খেলবেন। এজন্য বিশাল অংকের চুক্তিও হয়েছে তাদের।’ অবশ্য পরে মেসির বাবা হোর্হে বিষয়টি ভুয়া দাবি করেছেন।
মেসির ক্লাব ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, জাতীয় দলে তিনি শুধু সুখী মেসিকে দেখতে চান।
কাতারের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বলেছেন, ‘ক্লাব সতীর্থ ও সমর্থকদের নিয়ে মেসি যেখানে স্বস্তিতে থাকবেন তাকে সেখানেই যেতে দিন। জাতীয় দলে এর কোনো প্রভাব পড়বে না। যখন সে আমাদের সঙ্গে যোগ দেয় সে এখানে খুশি থাকে। আর আমাদেরও সুখী মেসিকে প্রয়োজন।’
নিজের ভুলের ক্ষমা চেয়ে ইতিমধ্যে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন মেসি। এখন দেখার বিষয় আগামী ম্যাচে তাকে নামানো হয় কিনা। তবে এ মৌসুমে শেষেই যে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন তিনি এটা নিশ্চিত।
সংবাদ লাইভ/খেলা


