নোবিপ্রবি প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল কালামের শিক্ষকতার শেষ কর্মদিবস উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
উৎসর্গ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তাপস।
উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে অবসরগ্রহণকারী শিক্ষককে অভিনন্দন জানিয়ে সাখাওয়াত হোসেন তাপস বলেন, শিক্ষক হলেন দেশের আলোকিত মানবসম্পদ উৎপাদনের কারিগর। বিদায়ী শিক্ষক তার শিক্ষকতা জীবনে দেশ-জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদন করেছেন। পাশাপাশি অত্র বিদ্যালয়ের সকল কার্যক্রমে তার মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিদ্যালয়কে উন্নয়ন-অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এ অবদান অত্র বিদ্যালয় কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল হক, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম জামেল, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম, রোকনুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার হোসেন মিনহাজ, কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের সুপদ মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা আমিনুল ইসলাম লাভলু, আনন্দ চন্দ্র দাস, হুমায়ূন আহমেদ, ইরাজ মল্লিক, সংগঠনের সদস্যবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিদায়ী শিক্ষক আব্দুল কালাম তার কর্মময় জীবনে কখনো ছুটি কাটাননি। তিনি তার সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা তার ভূয়সী প্রশংসা এবং দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করেন।


