রাজধানীতে তালা ভেঙে ডায়মন্ড চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ জুলাই) সকালে ধানমন্ডির মেট্রো শপিং মলে একটি ডায়মন্ডের দোকানে চুরি করা হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তবে এর সাথে কে বা কারা জড়িত সেটা এখনো জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, রবিবার সকাল ১০টা ৮ মিনিটে দোকানের তালা ভেঙে চোররা সেই দোকানে ঢুকে। আর ১০টা ১৮ মিনিটে দোকান থেকে বের হয়। কী পরিমাণ ডায়মন্ডের গয়না চুরি হয়েছে সেটা এখনও জানা যায়নি।
ট্রাস্ট ডায়মন্ডের মালিক সোমেন সাহা পুলিশকে জানিয়েছেন, তার দোকানে প্রায় দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না ছিল। তিনি থানায় অভিযোগ দেবেন বলেও জানান ধানমন্ডি থানার ওসি।
ভুক্তভোগীরা এখনো হিসাব করছেন। প্রাথমিকভাবে তাদের দাবি অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


