আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: দেশে স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের রূপকার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বগুড়া জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা হয়েছে। এদিন শোভাযাত্রাটি টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি সজীব সাহা।
সমাবেশে সজীব সাহা বলেন, দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশে একের পর এক উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, তখন কুচক্রীরা তাদের কুৎসা রটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। গতকাল স্বপ্নের মেট্রোরেল যাত্রা শুরুর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সকল অপপ্রচার ও বিরোধিতার জবাব দিয়েছেন। আগামীতে স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগ সরকার জনগণকে আরো উপহার দিবে বলেও জানিয়েছেন এই ছাত্রনেতা।
এদিন আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি শাহ সুলতান কলেজের সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির, নয়ন অধিকারী, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, তন্ময় শেখসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা।


