ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মুুক্তিযুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাকৃবি প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বায়ান্নর ভাষা আন্দোলন এবং ’৫৪-এর একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায় বাঙালীর স্বাধিকারের আন্দোলন, ’৬৬-এর ছয় দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে ’৬৯-এর গণঅভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ’৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানী সামরিক জান্তা বাঙালী জাতির ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে এক অসম যুদ্ধ চাপিয়ে দেয়।

মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস নামধারী কুখ্যাত বাহিনীর সকল ষড়যন্ত্র, ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একাত্তরের ২৬ মার্চ সকালে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক স্বতঃস্ফূর্ত জমায়েতে উপস্থিত হন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। তৎকালীন ভাইস চান্সেলর প্রফেসর ড. কিউএম ফজলুর রহিম ওই সভায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন ‘আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।’ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এই বিশ্ববিদ্যালয় হারায় জাতির ১৯ জন বীর সন্তান যারা দেশমাতৃকার মুক্তির জন্য অকাতরে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁরা আমাদের মাঝে বেঁচে আছেন এবং আগামী দিনগুলোতেও আমরা তাঁদের উজ্জ্বল উপস্থিতি বার বার অনুভব করব। বিশ্ববিদ্যালয়ের অমর শহীদদের মাঝে রয়েছে একজন শিক্ষকসহ এগারো জন ছাত্র, ছয়জন কর্মচারী। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের তিন জন শহীদ মুক্তিযোদ্ধার নামে তিনটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। হলগুলো হলো : শহীদ শামছুল হক হল, শহীদ নাজমুল আহসান হল ও শহীদ জামাল হোসেন হল। ভাষা ও স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। শহীদ মিনার, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং বিজয় ’৭১ নামে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত বধ্যভূমি পাকিস্তানী হানাদার বাহিনী ও রাজাকারদের নির্মম হত্যাকা- ও ঘৃণ্য যুদ্ধাপরাধের সাক্ষ্য বহন করে চলেছে। -সংবাদ লাইভ/বাকৃবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।