অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ ‘বর্ণহীন বর্ণমালা’ নামে মুস্তাফিজ মাহমুদের প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মুস্তাফিজ মাহমুদের বাড়ি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।
মুস্তাফিজ মাহমুদের সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই কাব্যের প্রতি তাঁর এক গভীর অনুরাগ ছিলো। আর সেই অনুরাগ থেকেই মাধ্যমিকে অধ্যয়নকালীনই তাঁর সাহিত্যচর্চার হাতে খড়ি হয়। তাঁর লেখা অনেকগুলি ছড়া, কবিতা, প্রবন্ধ দেশের বিভিন্ন সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিন ও জাতীয় পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত কবিতায় মূলত মানবপ্রেম, দেশপ্রেম, প্রকৃতিপ্রেমের পাশাপাশি বিরহ ও দ্রোহের সমাবেশ ঘটেছে।
বইটি সম্পর্কে প্রকাশক বলেন, “মুস্তাফিজ মাহমুদের সহজ সরল উপস্থাপনা এবং দারুণ শব্দচয়নের দ্বারা রচিত প্রতিটি কবিতাই অসাধারণ। সুপ্রিয় পাঠকগণদের বলতে চাই, বইয়ের কবিতাগুলি পাঠ করে তৃপ্তি লাভ করবেন। আশাকরি সুধী পাঠকসমাজ বর্ণহীন বর্ণমালা বইটির যথার্থ মূল্যায়ণ করবেন।”
বইটি প্রকাশ করেছে ‘নব সাহিত্য প্রকাশনী’, বাংলবাজার ঢাকা।
প্রকাশকঃ ফজলুর রহমান বকুল এবং বইটির কভার প্রচ্ছদ করেছে কারুধারা। বর্ণহীন বর্ণমালা পাওয়া যাবে জাতীয় বইমেলায় নব সাহিত্য প্রকাশনীর ৩০-৩১ নম্বর স্টলে এবং অনলাইনে রকমারি থেকে সংগ্রহ করা যাবে।
সংবাদ লাইভ/এবি


