ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মায়ের সঙ্গে বিজয় উদযাপন মরক্কোর সোফিয়ানের

সংবাদ লাইভ
ডিসেম্বর ১০, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ লাইভ ডেস্ক:
মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি চলতি বিশ্বকাপে আলোচনায় এসেছেন দুর্দান্ত পারফর্মেন্স, মায়ের সঙ্গে বিশ্বকাপের মাঠে উদযাপন আর লড়াকু জীবনকাহিনী দিয়ে। এবার তার সতীর্থ সোফিয়ানে বোফালের মাকে দেখা গেল কাতার বিশ্বকাপে। আজ শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ আটের ম্যাচে মরক্কোর জয়ের পর দেখা গেল অনিন্দ্য সুন্দর এই দৃশ্য।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবলে একের পর এক চমক উপহার দিয়ে যাওয়া মরক্কো আজ বিদায় করে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। ১-০ গোলে জয়ের মাধ্যমে এই প্রথম কোন আফ্রিকান দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল। শনিবার রাতে ইংল্যান্ড-ফ্রান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে তারা সেমিফাইনাল খেলবে। এ তো অভাবনীয় ব্যাপার!

তাই এমন ম্যাচ জয়ের পর মরক্কোর ফুটবলারদের আনন্দটাও হলো বাঁধনহারা। দলটির অ্যাটাকিং মিডফিল্ডার সোফিয়ান বোফালে তার মাকে নিয়ে আসেন মাঠের ভেতরে। তারপর মা-ছেলের সে কী নাচ! তাদের আনন্দে সঙ্গী হন সতীর্থরা। গ্যালারিতে থাকা দর্শকরাও এই দারুণ দৃশ্য উপভোগ করেন। মা-ছেলেকে জানান অভিবাদন। এখন দেখার, বিশ্বকাপে কতদূর যেতে পারে মরক্কো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।