ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণ সচেতন হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বুধবার (১২ জুলাই) পশ্চিম ধানমন্ডির মধুবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশকনিধন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কোনো একটি সূত্র থেকে, সেখানকার সমগ্র এলাকার সবার জনস্বাস্থ্যের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কোনো একটি পাত্রে সঞ্চিত পানিতেও প্রচুর পরিমাণে লার্ভা এবং মশা থাকতে পারে। তাই সবার আগে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা বলব না যে, শতভাগ ডেঙ্গু মশা নির্মূল করতে পারি। তবে মানুষ সচেতন হলে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারব।”
ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, যে বিষয়টি আমাদের এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে, সেটি হলো এডিস মশার বিস্তার। সে বিস্তারকে রোধ করার জন্য এই মৌসুমে আমাদের যে চলমান অভিযান, সেই অভিযানের কার্যক্রম আজ আমি নিজেই তদারকি করছি। আজ মধুবাজার এলাকায় আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ২৬টি ভবন পরিদর্শন করেছেন। আমি নিজে গিয়েও কয়েকটি স্থান পরিদর্শন করেছি।
সংবাদ লাইভ/বাকৃবি


