সংবাদ লাইভ ডেস্ক: ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিভিন্ন জেলার ১৬জন প্রখ্যাত চিত্রশিল্পীদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ আয়োজনে “রং তুলি আর ক্যানভাসে, মাতি বিজয়ের উল্লাসে”এই শিরোনামে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় আর্ট ক্যাম্প শুরু হয়। সারাদিন শিল্পীরা এ্যাক্রেলিক, ওয়েল কালারে ক্যানভাসে ফুটিয়ে তুলে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস।
এসময় জয়নুল উদ্যানে আগত দর্শনার্থী সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজনের সমাগম হয় এবং মুগ্ধ হয়ে শিল্পীদের ছবি আঁকা পর্যবেক্ষন করে। বিকেল ৪টায় আর্টক্যাম্পে অশগ্রহনকারী শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রশংশাপত্র তুলে দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চিত্রশিল্পী ও শিক্ষক হাসান মাসুদ, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি ও গীতিকার সুজন হাজং উপস্থিত ছিলেন।
আর্ট ক্যাম্পে আঁকা ছবিগুলো পরবর্তীতে মার্চ মাসে স্বাধীনতা দিবসে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে যা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যাক্ত করছে চারুশিল্পীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ।
সংবাদ লাইভ/এবিএম


