মোহময়ী কি অপরুপ সাজে সজ্জিত তুমি,
অন্তরমম চিরে শুধু তোমাকে ই চুমি,
চঞ্চলিত নীলা নন্দিনী শ্বেত শুভ্রতায় চন্দ্রাননী,
ধকানী ধন্যার চমকিত হাসি, চির ভাস্বর চিরন্তনী,
ভাবুক মনে জাগুক আশা,ধন্যা ধননী চতুরালি,
নিরবধি অন্তহীন নিঃশব্দের জীবনে এ কোন মিতালী,
সবার রংগ সাংগ হলে, সবাই যাবেই চলে,
হৃদয়ের আগুনে পুড়ছি সদাই,সুধাই কারে কি বলে?
সময়ে যাবো একাই চলে,মেলো তুমি আঁখি মেলো,
আকাশ আমার নীলার মেলায় কেন,বলো তুমিই বলো।
সুখ আসে,ফিরে যায়, না বলা কথা সবই মনে পরে,
উদাসিনী,সুহাসিনী, ধেয়ে যাচ্ছো উদলা,কার পানে,কোন পারান তরে।
হোকনা বিধির বিধানে, অনুভব অনুভূতির আধিপত্যের অবসান,
প্রতিহত করি মহানুভবতাহীন রহস্যময় জীবনের সকল আয়োজন।
যদিও জীবনের প্রবাহিত গতিপথ ধাবমান,
ঘুচবে সময়ের দোলাচালে অতিক্রমন,
চলো ফিরিয়ে দেই পুরো সুখ শান্তি কামনা বাসনা নিজ ইচছায়,
আজি একান্তেই আকুলতা জাগছে শুধুই আত্ম পরিশুদ্ধির আশায়।


