গত রোববার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। এরপর ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই তরুণ কুমার অধিকারী জানান, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের লেকপাড়ে নিলয় (২৩), সায়েম (১৯), জুই (২২) ও মিমু (১৮) নামের তরুণ এবং তরুণী মদ্যপান করে মাতলামি ও হইচই শুরু করে। পরে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়, এরপর তারা নেশাগ্রস্তদের আমাদের হাতে সোপর্দ করে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়।
তিনি আরও বলেন, নেশাগ্রস্থ থাকার কারণে তাদের নাম ছাড়া বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি। সম্পূর্ণ সুস্থ হলে তাদের পরিচয়সহ বিস্তারিত জানা যাবে।