ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভিবিডি ময়মনসিংহ জেলার নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়ের তানভীর এবং পার্থ

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সেচ্ছাসেবী সংগঠন ভলানটিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তানভীর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী পার্থ সাহা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভলানটিয়ার ফর বাংলাদেশের চিফ নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী মোছা. ফাহমিদা আক্তার সায়মা, মানব সম্পদ কর্মকর্তা হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিফ মল্লিক, প্রজেক্ট অফিসার হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশাল সাহা উৎস, কোষাধ্যক্ষ হিসেবে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী হোসেনে আরা নাবিলা এবং জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাফসিরুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তানভীর আহম্মেদ বলেন, সকল কমিটি মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা আমাকে নির্বাচিত করার জন্য। ২০২০ সাল থেকে ভিবিডিতে যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছি, সামনের দিনগুলোতেও চেষ্টা করব সবাইকে নিয়ে ভালো কিছু করার।

সাধারণ সম্পাদক পার্থ সাহা বলেন, নতুন দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাওয়ার এবং সর্বস্তরে সমন্বয় সাধন করার।

উল্লেখ্য, ভলানটিয়ার ফর বাংলাদেশ ময়মনসিংহ জেলা জাগো ফাউন্ডেশনের উয়্যুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।