ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভালুকা প্রেসক্লাবের নয়া সভাপতি উজ্জল,সম্পাদক সুমন

Link Copied!

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।গত ২৫ ডিসেম্বর (সোমবার) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এমএ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) পদে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এমএ সবুর (সকালের সময়) ও আতাউর রহমান তরফদার (সংবাদ), যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান খান (মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা)।

তাছাড়া কার্যকরী সদস্য পদে মো: আলমগীর হোসেন (এনটিভি), হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) ও মো: ফিরোজ খান (আরটিভি) নির্বাচিত হন।

সোমবার বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্লাব সদস্য বাবু বীরেন রায়, রফিকুল ইসলাম হিরন ও জাহিদুল ইসলাম খান। ভালুকা প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।