ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের অপরাধে চঞ্চল নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ই নভেম্বর) ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত পাবলিক হল (সাবেক শাপলা সিনেমা হল) স্থানে চঞ্চল নামের এই যুবককে মাদক সেবনরত অবস্থায় ভালুকা থানা পুলিশ এবং আনসার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। এসময় অন্যান্য মাদকসেবিরা পুলিশের উপস্থিতির খবর টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার চঞ্চল ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের মতি লাল রবি দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ।
ইউএনও জানান, জব্দকৃত মাদক ও মাদক উপকরণ সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মাদক নির্মূলে সকলের সহযোগিতায় জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


