ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভারত-বাংলাদেশের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাইকেলে চালাচ্ছেন পাপ্পু রায়

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক পাপ্পু রায়ের নেশা সাইক্লিং। শিক্ষকতার পাশাপাশি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন সাইকেলকে সঙ্গী করে। সচেতনতার বার্তা ছড়িয়ে দেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শুধু নিজ দেশেই নয়, দেশের সীমানা পেরিয়ে বার্তা পৌঁছাতে ছুটে যান দেশের বাইরেও। দৈনন্দিন কাজের ছকে বাঁধা জীবন থেকে খানিকটা ফুসরত পেয়েই এবারের শীতকালীন অবকাশে সাইকেলে চেপে ছুটে এসেছেন বাংলাদেশে।

তাঁর এবারের ভ্রমণের মূলমন্ত্র ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল অভিযান’। ভারত-বাংলাদেশের ভাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়েই ছুটে চলছেন তিনি।

পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার বারুইপুর থানার বেগমপুর এলাকার নিজ বাসা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সাইকেল ভ্রমণে বের হন পাপ্পু। ওই দিনই বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢোকেন তিনি। তারপর একে একে সচেতনার বার্তা নিয়ে ছুটছেন বাংলাদেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে।

জানতে চাইলে পাপ্পু রায় বলেন, সাইকেল পরিবেশ দূষণ কমায় এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করে। সাইকেল খুব আনন্দদায়ক একটি যান। তাই আনন্দ নিয়েই সাইকেল ভ্রমণ করে যাচ্ছেন। বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার আসা। ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক মজবুত করার আহ্বান নিয়ে এবার সাইকেল নিয়ে এদেশে এসেছেন বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘আমি একদিকে ভারতবাসীকে বাংলাদেশ সম্পর্কে জানাচ্ছি, তেমনি বাংলাদেশি মানুষদেরও ভারত সম্পর্কে জানাতে এসেছি। দুটি দেশ যদি বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখে তাহলে অন্য কোনো দেশ আমাদের ওপর চোখ তুলে তাকাতে পারবে না।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।