ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্স সাংবাদিক সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাংবাদিকদের সংগঠন বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।

বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে আজ প্রায় অর্ধদিন ব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো: রিয়াজুল ইসলাম, বুটেক্স সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি,সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক প্রযোজনা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম অপি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে কাজ করতে গেলে নানা ধরেনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় সাংবাদিকদের এবং এই প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তা সমাধানে কাজ করতে হয় তাদের। তাছাড়া,বিশ্ববিদ্যালয়কে গণমাধ্যমের মাধ্যমে বাহিরে প্রচারে সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং বুটেক্সকে সবার মাঝে নতুনভাবে তুলে ধরতে এই সমিতি বরাবরের মতো কাজ করবে বলে আস্থা প্রকাশ করেন তিনি। এছাড়াও বুটেক্স সাংবাদিক সমিতির সকল কাজে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. রিয়াজুল ইসলাম বলেন, এখানকার উপদেষ্টা হতে পেরে আমি গর্বিত। তিনি আরো বলেন,সাংবাদিক সমিতির প্রতিটি ছেলেই সুন্দর উদ্দেশ্য নিয়ে এসেছে,তাই ভালো কাজ গুলো তুলে ধরতে হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তির বারতা’ শীর্ষক প্রতিযোগিতা এবং আর্টেক্স ও বুটেক্সসাসের যৌথ প্রযোজনায় আয়োজিত ‘জার্নাল্টিজম’ শীর্ষক আয়োজনের বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও কেক কেটে ও আনন্দ র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রসঙ্গত,”সত্য ও ন্যায়ের পথে অবিচল” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বুটেক্স সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, তথ্য প্রদান, গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনের সম্প্রসারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।