বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের স্মরণে গত মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর খুন একটি আন্তর্জাতিক চক্রান্ত’ ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। অনুষ্ঠানটি সার্বিক সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জয়।
আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সঠিক প্ল্যানে আমরা এগোচ্ছি। আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই। তরুণ প্রজন্মও আসন্ন নির্বাচনে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’
অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশ নিয়ে বহু স্বপ্ন দেখেন। জননেত্রী শেখ হাসিনা শুধু পিতার দেখা সে স্বপ্নই নয় বরং তিনি নিজেও এ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং তা পূরণে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। তারই যোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ অর্জন করব এমন আশা ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বুটেক্সে কর্মকর্তা সমিতির সভাপতি মুহাম্মদ শরীফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলহাস উদ্দিন এবং তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি।
তাছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


