বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) হাল্ট প্রাইজ ২০২৩-২৪ সেশনের জন্য ঘোষিত কমিটির ক্যাম্পাস পর্বের ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী সাফিন সিয়াম পিবর।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ খ্যাত হাল্ট প্রাইজ হলো একটি বার্ষিক প্রতিযোগিতা, যেখানে প্রতি বছর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে পৃথিবীর ১২০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে এর কার্যক্রম সম্পন্ন করে। মোট পাঁচটি ধাপে পুরো কার্যক্রমটি শেষ হয়। এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) হাল্ট প্রাইজের বুটেক্স ক্যাম্পাস কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়। ২১ জনের এই কমিটিতে ২০২৩-২৪ সেশনের ক্যাম্পাস ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাফিন সিয়াম পিবর এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান তালুকদার।
নবনির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর সাফিন সিয়াম পিবর বলেন, ‘হাল্ট প্রাইজের ডিরেক্টর হওয়াটা আমার জন্য গর্বের, সাথে অনেক চ্যালেঞ্জিংও। যেহেতু এটি আন্তর্জাতিক সংগঠন, তাই সংগঠনের কার্যক্রম চালানোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে’। তিনি আরো জানান, ডিরেক্টর কমিটি দ্বারা পরবর্তী এসোসিয়েট ডিরেক্টর নিয়োগ দেয়ার মাধ্যমে হাল্ট প্রাইজের মূল পর্বে প্রবেশ করবে তারা।
ক্যাম্পাস পর্বে শিক্ষার্থীদের হাল্ট প্রাইজ নিয়ে ধারণা দিতে এবং কীভাবে সমস্যা সমাধান করতে হয়, সে সম্পর্কে ইচ্ছুকদের জন্য ট্রেইনিং সেশন আয়োজন করা হবে। উক্ত সেশনে এবারের সমস্যার সমাধান আরও ভালোভাবে বের করার জন্য রেজিস্ট্রেশনকৃত প্রতিটি দলের জন্য পার্সোনাল ট্রেইনার এবং গ্রুমার থাকবে। যেখানে তারা সরাসরি তাদের কেস এবং টিম নিয়ে তাদের ট্রেইনারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি বাংলাদেশর বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আমন্ত্রণ করে ক্যাম্পাস পর্ব সম্পন্ন করার পরিকল্পনা আছে বলে জানান নবনির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর সাফিন সিয়াম পিবর।


