ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশ: ‘শীর্ষ কৃষি-খাদ্য অগ্রদূত’ সম্মাননায় ভূষিত আব্দুল আওয়াল

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষি ও পুষ্টি নিরাপত্তায় বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বিশিষ্ট কৃষি উদ্যোগতা আব্দুল আওয়াল। বিশ্ব খাদ্য পুরস্কার ফাউন্ডেশন (World Food Prize Foundation) তাকে ২০২৫ সালের “শীর্ষ কৃষি-খাদ্য অগ্রদূত” (Top Agri-food Pioneer) হিসেবে সম্মাননা দিয়েছে। কৃষি খাতের উন্নয়ন, বিশেষ করে গুণগত বীজ উৎপাদন, ফসল বৈচিত্র্য এবং প্রাণিসম্পদ খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

১৯৯৫ সালে লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে আব্দুল আওয়াল দেশের বীজ সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ মানসম্পন্ন বীজের চাহিদা পূরণ করছে। ধাননির্ভর কৃষি ব্যবস্থার একঘেয়েমিতা কাটিয়ে তিনি ফসল বৈচিত্র্য আনার লক্ষ্যে শাকসবজিকে চাষে উৎসাহ দেন, যা শুধু কৃষকের আয় বাড়ায়নি, পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে। এসব উদ্যোগ গ্রামের প্রান্তিক কৃষকদের জন্য দারিদ্র্যচক্র থেকে বেরিয়ে আসার একটি বাস্তব পথ তৈরি করেছে।

পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে তিনি গঠন করেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেড। উন্নত জাতের ষাঁড় থেকে উচ্চমানের বীর্য উৎপাদনের মাধ্যমে কৃত্রিম প্রজনন পদ্ধতি চালু করে দেশের মাংস ও দুধ উৎপাদনেও বিপ্লব ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, নিয়মিত কৃষক সমাবেশ, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তিনি। এতে কৃষকের মধ্যে সচেতনতা ও উৎপাদনশীলতা – দুই-ই বেড়েছে।

বিশ্ব খাদ্য পুরস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল আওয়ালের মত দৃষ্টান্তমূলক উদ্যোক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার চিন্তাশীল নেতৃত্ব এবং কৃষিবান্ধব কার্যক্রমের কারণে আজ বাংলাদেশের কৃষিক্ষেত্র একটি টেকসই ভিত্তি পেয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু আব্দুল আওয়ালের ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি খাতের জন্য এক গৌরবময় মুহূর্ত, যা বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করল।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।