ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

“বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে ক্যাম্পাসে ঢুকেছে বহিরাগতরা”- বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব

বাকৃবি প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করেছে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ মিছিল করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় বাকৃবি ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিল না। তারা সম্ভবত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নেতাকর্মী। আমরা তাদেরকে বলব, ভবিষ্যতে যেন এভাবে ক্যাম্পাসে ঢুকে কোনো প্রকার কর্মসূচি না দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আলোচনা করা হবে।”

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে বহিরাগত ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে প্রবেশ করে মেয়েদের হল, উপাচার্যের বাসভবন হয়ে শেষ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশও করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। তাদের বেশিরভাগই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন ছাত্রদলের বহিরাগত নেতাকর্মী। তারা মিছিলে ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘সারা বাংলায় লাশ পড়ে, প্রশাসন কি করে?’—এমন স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে এমন ঘটনাগুলোর কারণে।

বহিরাগতদের মিছিলের বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো মুনির হোসেন বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। সারাদেশে বিচ্ছিন্নভাবে মিছিল হচ্ছে, কে করতেছে, কারা করতেছে, কার বিপক্ষে করছে দেখায় যাচ্ছে। কোনটা বহিরাগত এসব যাচাই বাছাই করে দেখে আমরা বের করতে পারবো এবং পরবর্তী আমরা ব্যবস্থা নিবো।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।