আজ (৩ জুলাই) বাংলাদেশ সফরে আসলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রাজধানী ঢাকায় এই একদিনের সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যার মধ্যে অন্যতম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্টিনেজের দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মূলত মার্টিনেজকে নিয়ে আসছেন বাংলাদেশ ও ভারত সফরে।
আনুমানিক ভোর ৫টার পর ঢাকায় এসেছেন মার্টিনেজ। তার সঙ্গে কয়েকজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যান তিনি। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে এক-দুই ঘণ্টার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন এই বিশ্বকাপজয়ী বাজপাখি।
এর আগে, বাংলাদেশে আসার ব্যাপারে নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছিলেন মার্টিনেজ। মূলত তার ভারত সফরে আসার কথা ছিল। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশে আসার ব্যাপারে নিজেও আগ্রহ প্রকাশ করেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
সংবাদ লাইভ/মেহেদী


