নোবিপ্রবি প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগে অধ্যয়নরত তিন বিদেশি শিক্ষার্থীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার(২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউজে তাদের বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী।
বিদেশি তিন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ আলম, রাম মেহেতা ও রাবি কুমার যাদব। আলম নেপালের লুম্বিনি প্রদেশ থেকে পড়তে এসেছেন, রাম কুশী প্রদেশ থেকে আর রাবি এসেছেন মাদেশ প্রদেশ থেকে।
জানতে চাইলে বিদেশি শিক্ষার্থী মোহাম্মদ আলম বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে। এছাড়াও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছে প্রশাসন।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরাও আনন্দিত।’
এদিকে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কুরবানি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসে কর্মরত আনসার সদস্যদের জন্য আলাদা একটি খাসি কুরবানি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


