ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত বশেমুরবিপ্রবির ১১ শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে (NST) মনোনীত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)১১ জন শিক্ষার্থী। গত মঙ্গলবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফার্মেসি বিভাগের মেহের আফরোজ, মো. রোকনুজ্জামান, মো. আরাফাত হোসেন, তৌহিদুল ইসলাম তানিম, মো. তাহাজুল ইসলাম ও মেহেনাজ ফারিহা সেতু। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আরাফাত হোসেন, মো. সাদ্দাম, আল-আমীন, পরিসংখ্যান বিভাগের সাইফুল ইসলাম খন্দকার ও রসায়ন বিভাগের পিংকি মজুমদার ফেলোশিপ এর জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ভৌতবিজ্ঞান’, ‘জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান’ এবং ‘খাদ্য ও কৃষি বিজ্ঞান’ এই তিন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী ও গবেষক এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।