ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক সার্ভিল্যান্স অভিযান

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনেকগুলো প্রতিষ্ঠানকে মান সনদ গ্রহণের পরামর্শ গ্রহণ করা হয়।

অভিযানে মেসার্স বিসমিল্লাহ বেকারি, ওয়ারুক বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স সজীব বেকারি, ওয়ারুক বাজার , হাজীগঞ্জ ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স মোহাম্মদিয়া হোটেল, আলিগঞ্জ হাজিগঞ্জ, ,চাঁদপুর কে উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) ও সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স মা-মনি সুইট এন্ড কনফেকশনারী, হাজিগঞ্জ, ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স বেনুলাল সুইটমিট,হাজিগঞ্জ, ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স জনতা মিষ্টান্ন ভান্ডার, হাজিগঞ্জ, চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স নিউ তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট ,হাজিগঞ্জ, ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স নার্গিস হোটেল এন্ড রেস্টুরেন্ট ,হাজিগঞ্জ, ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স হাজী সুইটস,হাজিগঞ্জ ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স মধু ফুড অ্যান্ড কনফেকশনারী, স্বর্ণখোলা রোড, সদর ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট , ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স জেনিথ সুইটস, বাবুরহাট, সদর ,চাঁদপুর কে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

মেসার্স গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট, হাজিগঞ্জ, ,চাঁদপুর এর উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

মেসার্স মৌসুমী সুইটস, সদর ,চাঁদপুর এর উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা প্রাথমিক পরিদর্শন করা হয়।

মেসার্স চাঁদ মুড়ির মিল, হাজিগঞ্জ ,চাঁদপুর এর উৎপাদিত মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ বিদ্যমান থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিএসটিআই পরীক্ষাগারে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে বাজার হতে বিভিন্ন ব্র্যান্ডের কার্বনেটেড বেভারেজ ড্রিংকস ক্রয় করা হয়।

অভিযানটি বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।