নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেওয়ায় বিএনপির মার্কিন ভিসানীতির আওতায় পড়া উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনকে সমানে রেখে এ ধরনের কর্মসূচি যারা দেয়, তাদের মার্কিন ভিসা নীতির আওতায় পড়া উচিত। আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না।
বিএনপির কোনো কর্মসূচি আওয়ামী লীগ ‘কপি’ করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজ কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ মাঠে থাকবে নির্বাচন পর্যন্ত।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা কোনো প্রকারের উত্তেজনায় যাব না, আমরা নির্বাচন চাই। নির্বাচনে জনগণ চাইলে আমরা আবারও থাকব, না চাইলে থাকব না।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


