ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আ.লীগের ৩ সহযোগী সংগঠন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

অপরদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। বৃহস্পতিবার বিএনপি এসব জায়গায় সমাবেশ করতে চেয়েছিল। বুধবার রাত সাড়ে ৮টায় প্রেস ব্রিফ করে বিএনপির সমাবেশের স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (২৬ জুলাই) সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কর্মদিবসে বারবার রাজনৈতিক সমাবেশ করে জনগণের ভোগান্তি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরি করলে ভবিষ্যতে অনুমতি দেয়া হবেনা। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে কর্মদিবসে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ ডিএমপি কমিশনারের। সমাবেশ স্থানে লাঠি, ব্যাগ এসব না নিয়ে আসার অনুরোধও করেন ডিএমপি কমিশনার।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।