বাকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ছাত্রবিষয়ক বিভাগের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ মার্চ) সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ও নবনিযুক্ত সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে বাকৃবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি, উদ্ভুদ্ধ সমস্যা, বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও আপাত প্রয়োজনীয় কিছু কাজ সম্পর্কে তুলে ধরেন সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ছাত্র বিষয়ক বিভাগ।
সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই চেষ্টা করে শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করতে। মশা নিরোধ, হলের খাবারের মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বৃদ্ধিসহ সমসাময়িক সকল উদ্ভুদ্ধ সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে সম্ভাব্য সকল কাজ করার চেষ্টা করবো। স্টুডেন্ট আইডি কার্ড ও পরিবহন কার্ডের বিষয়টি খুব দ্রুত সমাধান করবো।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, র্যাগিং, মাদক ও সেশন জোটের মতো বিষয় বর্তমানের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করবো এবং তার সর্বোচ্চ সমাধানের চেষ্টা করবো। শিক্ষার্থীদের কাউন্সিলিং করার দরকার হলে সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সার্বিক বিষয়ে শিক্ষক শিক্ষার্থী সর্বোপরি সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ লাইভ/বাকৃবি


