বাকৃবিতে মাৎসবিজ্ঞান অনুষদের সম্প্রসারণ মাঠ সফরের ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে মাৎসবিজ্ঞান অনুষদের ছাত্র- ছাত্রীদের সম্প্রসারণ মাঠ সফর এর ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বি.এসসি. ফিসারিজ(অনার্স) লেভেল-৪ সেমিস্টার-১ (জানুয়ারি-জুন/২০২৪) এর ছাত্র-ছাত্রীদের সম্প্রসারণ মাঠ সফর উপলক্ষে ১০জুলাই ২০২৫, বৃহষ্পতিবার বিকাল ৩.০০টায় অনুষদের নিচ তলায় ৪নং গ্যালারীতে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছা: জান্নাতুন নাহার মুক্তার সভাপতিত্বে এবং লেকচারার মো: আসিফুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার।আরো বক্তব্য রাখেন ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড.মো: নুরুল হায়দার,কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: জিয়াউল হক।
উল্লেখ্য, মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া এই তিনটি উপজেলায় ৬ দিনের এই সম্প্রসারণ মাঠ সফরে ৭জন শিক্ষকসহ সর্বমোট ১১১জন শিক্ষার্থী রয়েছেন ।


