ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে বৃহত্তর বগুড়া জেলা সমিতির নবীনদের শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ লাইভ
এপ্রিল ৭, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ লাইভ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর বগুড়া জেলা (বগুড়া-জয়পুরহাট) সমিতি, ময়মনসিংহ এর পক্ষ থেকে নবীনদের শুভেচ্ছা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি গ্যালারি ও ফার্মাকোলজি গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি প্রফেসর ড. মোছা: মিনারা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৃহত্তর বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শাওন।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রফেসর ড. আরিফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ফারুখ আহমেদ সহ জেলা সমিতির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের এই শিক্ষা আমরা যেন সেটা বাকি সময়ে কাজে লাগাতে পারি। এ অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর বগুড়া জেলা সমিতির সদস্যরা যে কোনো প্রয়োজনে জেলা সমিতির নবীন শিক্ষার্থীদের সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতারের আগে দেশ, বিশ্ববিদ্যালয়, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও বগুড়া জেলা সমিতির প্রত্যেকের সার্বিক কল্যাণ করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উক্ত ইফতারের বৃহত্তর বগুড়া জেলা সমিতির প্রায় ২৩০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সংবাদ লাইভ/সংবাদ বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।