বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। তিনি পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আগামী পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
উল্লেখ্য, বাকৃবির সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামকে পরিকল্পনা ও উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। তিনিও একই দিনে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য পরিকল্পনা ও উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।
সংবাদ লাইভ/বাকৃবি


