ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে জুলাই স্মারক বিতর্কে ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দলের জয়

Habibur Rony
জুলাই ১২, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাকৃবি প্রতিনিধি-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা–BAUDS Intra 4’ অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি ডিবেটিং সংঘ (বাউডিএস) আয়োজিত এ প্রতিযোগিতায় ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এর আগে গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল পর্ব।

চূড়ান্ত পর্বে “বিপ্লব-পরবর্তী সময়ে মব সংস্কৃতির উত্থানে অনুতপ্ত” প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে ‘জন্মভূমি অথবা মৃত্যু’ ও ‘দেশটা কারোর বাপের না’ দল। তীব্র যুক্তি ও বিশ্লেষণের লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দল।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছরের দুঃশাসন, আয়নাঘরে নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতি মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছে, তা মব সংস্কৃতির জন্ম দিয়েছে। নাগরিকরা যখন ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন, তখন তাদের অসহায়তা এক সময় বিস্ফোরণ ঘটায়। এটি রাষ্ট্রের ব্যর্থতা ও নাগরিক জীবনের করুণ চিত্র।”

আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতাটি শুধু মত প্রকাশের মাধ্যমই নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে বিশ্লেষণী মনোভাব ও যুক্তির চর্চা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।