বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসেন এবং অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার।
এছাড়াও বাকৃবির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা দিন দুটির তাৎপর্য তুলে ধরে যথাযথ সম্মান ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপন নিশ্চিত করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল সংগঠনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন এবং যে কোনো কর্মসূচি শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে পালনের আহ্বান জানান।


