বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এবং বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড আয়োজিত জাতীয় পরিবেশ কার্নিভালের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন ২০২৩) বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের মিলানায়তনে এটির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আঞ্চলিক বাছাই পর্বে ৬ টি বিষয়ে অংশ নেয় ময়মনসিংহ বিভাগের প্রায় সাড়ে ৩ শতাধিক প্রতিযোগি। এখানে পরিবেশ অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, কেস সলভিং, চিত্রাংকন, ডিজিটাল পোস্টার এবং পরিবেশ বান্ধব বিজ্ঞান প্রকল্প, এই ৬টি বিষয় থেকে মোট ২৪ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
আঞ্চলিক এ বাছাইপর্বে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের পরিচালক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের অপারেশন ম্যানেজার মো. মাশফিকুর রহমান মুন্না, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মাহফুজুল হক রিপন।


