বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২৯ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ এম শোয়াইব বলেন, “ছাত্রলীগ কর্তৃক সংগঠিত নানা অপকর্ম—শিক্ষার্থী নির্যাতন, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্র অধিকার হরণ—ইত্যাদির বিচার দাবি করে আমরা আন্দোলন শুরু করেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ মাস আগে একটি তদন্ত কমিশন গঠন করলেও আজ পর্যন্ত একটি অভিযোগেরও বিচার সম্পন্ন হয়নি। এটি বিচারহীনতার সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “ছাত্রদল কখনো মব কালচারে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষপাতী। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলব, যাতে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি করে, তাহলে আন্দোলন আরও বেগবান হবে।”
ছাত্রদলের নেতৃবৃন্দ দাবি করেন, একাধিকবার স্মারকলিপি প্রদান ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারা অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত বছর বাকৃবির হলে হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।


