বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ৯ দিন আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ১৭ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। উক্ত সময়ের মধ্যে হলের সকল দাপ্তরিক কার্যক্রম ও বন্ধ থাকবে।
আগামী ২৭ এপ্রিল থেকে আবাসিক হলসমূহের কার্যক্রম পুনরায় যথারীতি চলবে।
সংবাদ লাইভ/বাকৃবি
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


